Events
Place
Gazipur, BD 1700
Description
"মায়ের কোলে একটি শিশুর হাসি মাখা মুখ যতটা দেখতে সুন্দর ঠিক ততটাই দেখতে সুন্দর হচ্ছে সবুজ বনানীর মাঝে দৌড়ে যাওয়া একজন ম্যারাথন রানারের মুখ"
রাজধানী শহর ঢাকার অদুরে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভাওয়াল রাজার বিখ্যাত ভাওয়াল বনে মধ্য দিয়ে এঁকেবেঁকে এগিয়ে যাওয়া পিচঢালা পথে আয়োজন করা হয়ে ”শ্রীপুর হাফ ম্যারাথন ২০২২”।
শ্রীপুর একি সাথে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। শ্রীপুর এর এক পাশে বিস্তীর্ণ বনভুমি অপরপাশে লাখো মানুষের কর্মস্থল ইন্ডাস্ট্রি, যেন মুদ্রার এপিঠ ওপিঠ।
আমাদের এই ট্র্যাকে দৌড়ানোর সময় আপনি যেমন পাবেন ভাওয়াল বন তেমনি পাবেন শীতলক্ষ্যা নদী। দেশের অন্যতম সেরা আকর্ষণীয় ট্র্যাক হতে যাচ্ছে শ্রীপুর ম্যারাথন এর ট্র্যাক।
আসছে ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের সুর্য উঠার মুহূর্তে পর্দা উঠবে শ্রীপুর হাফ ম্যারাথন ইভেন্টের।
এই ইভেন্টের সার্বিক আয়োজনে যৌথ ভাবে অংশ নিচ্ছে স্পেশাল রেসপন্স টিম এবং গাজীপুর রানার্স।
তারিখঃ ১৬ই ডিসেম্বর(শুক্রবার), ২০২২
দুটি ক্যাটাগরিতে ৫০০ জন রানার এই ইভেন্টে অংশ নিবেন।