চলনবিল- যার নাম শুনলেই গা শিউরে ওঠে উথাল-পাথাল ঢেউয়ের কথা ভেবে। তবে চলনের এ রূপ বর্ষার। বিভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন রূপে সাজে বিল-চলন। বর্ষায় উত্তাল সাগরের মতো হলেও শরতে শান্ত, হেমন্তে পাকা ধান আর সাদা মাটির ম-ম গন্ধ চারিদিকে। শীতে সরিষার হলুদে মৌমাছি মাতাল হলেও গ্রীষ্মে তার রূপ রুক্ষ। এ যেন প্রকৃতির এক অপরূপ সাজ, এ যেন জননীর হাতে বাহারী পদ রান্নার রসালো স্বাদ। চলনের বুকচিড়ে আসন পেতে বসে আছে যে নগরী - নাম তার নাটোর৷ অর্ধবঙ্গের রাণী- রাণী ভবানির ইতিহাস, ঐতিহ্যে সমৃদ্ধ বনলতার শহরে এবার হতে যাচ্ছে "চলনবিল হাফ ম্যারাথন-২০২২"।
রান শুরু এবং শেষের সম্ভব্য স্থানঃ নাটোর উত্তরা গনভবন।
রান ক্যাটাগরিঃ
২১.১০ কি.মি. (২১০ মিনিট)
১০.০০ কি.মি. (৯০ মিনিট)
স্লট সংখ্যাঃ
২১.১০ কি.মি. (২৫০ জন)
১০.০০ কি.মি. (২৫০ জন)
এইজ ক্যাটাগরিঃ
সাধারণ (নারী ও পুরুষ)
৪০ উর্দ্ধো (নারী ও পুরুষ)
৫০ উর্দ্ধো (নারী ও পুরুষ)
৬০ উর্দ্ধো (নারী ও পুরুষ)
Please complete the following survey to help us better understand your race experience.